ধরলায় ভেসে এলো ভারতীয়’র মরদেহ, ঠাই হলো হিমঘরে

লালমনিরহাটের মোগলহাট সীমান্তে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গরু চড়াতে এসে নদীতে পড়ে ওই যুবক মারা যান বলে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার, ৬ ডিসেম্বর বিকেলে সীমান্তের চরফলিমারী এলাকায় ধরলা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানা সূত্রে জানা গেছে, ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন সীমান্ত পিলার ৯২৩ এর বাংলাদেশ অংশে ১৫০ মিটার অভ্যন্তরে অজ্ঞাত নামা একজনের মরদেহ নদীতে দেখতে পায় স্থানীয়রা। তারা মোগলহাট ক্যাম্পের বিজিবি কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। বিজিবি সদস্যরা লালমনিরহাট সদর থানাকে অবহিত করলে থানা লাশ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় ৯০ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্প নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির নাম মো. আনোয়ারুল ইসলাম। তিনি কুচবিহার জেলার দিনহাটা থানার ডাকাবেলার কুঠি গ্রামের আফজান হোসেনের ছেলে। তিনি তিন দিন আগে গরু চরাতে এসেছিলেন।

ময়নাতদন্তের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে মরদেহ রাখা হবে। আনুষ্ঠানিকতা শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএম/রাতদিন