নতুন এক বড় রেকর্ডের সামনে দাড়িয়ে কোহলি

নতুন আরও একটি বড় রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ভারতীয় অধিনায়ককে। আর মাত্র ১৯ রান করলেই ২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেবেন বর্তমানে বিশ্বের সেরা এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেই কোহলির সামনে এই সুযোগটা আসতে পারে। রোববার, ১১ আগষ্ট পোর্ট অব স্পেনের পার্ক ওভাল স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

ক্যারিবীয়দের বিপক্ষে তার গড় আর স্ট্রাইক রেট বিশ্বের দ্বিতীয় সেরা। এই দলের বিপক্ষে ওয়ানডেতে এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদ ৬৪ ইনিংস খেলে করেছেন ১৯৩০ রান। ১৯ রান করলেই মাত্র ৩৪ ইনিংসে মিয়াঁদাদকে পেছনে ফেলবেন তিনি।

মিয়াঁদাদ ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেই ১৯৯৩ সালে। ২৬ বছর পর কোহলির সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ।

শান্ত/রাতদিন