নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচ শেষেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ রবিবার, ১৩ অক্টোবর শেষ ম্যাচেও বাংলাদেশি ব্যাটসম্যানদের পাশাপাশি পেসার শরীফুল ইসলামের বোলিং তান্ডবে হেরেছে কিউই যুবারা।
বার্ট সার্টক্লিফ ওভালে টস জিতে ৮ উইকেটে ৩১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে আসে ১২০ রান। তানজিদ সর্বোচ্চ ৭১ রানে ফিরলে উল্লেখযোগ্য কার্যকরী ইনিংসগুলো আসে পারভেজ (৪৮), শাহাদাত (৪৮) ও শেষের দিকে অভিষেক দাসের পক্ষ থেকে। শেষ দিকে দ্রুতগতিতে ৪৮ রান তোলেন অভিষেক।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড যুব দলকে শুরু থেকে চেপে ধরেন পেসার শরিফুল ইসলাম। তার বোলিং তোপেই ২৭ রানে বিদায় নেন দুই ওপেনার। নিয়মিত বিরতিতে আরও উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। ফার্গুস লেলম্যান ৫৬, অধিনায়ক জেসে তাসকফ ৩৯ ও জক ম্যাকেঞ্জি ৪৭ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। কিউইরা ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয়।
বাঁহাতি তরুণ বোলার শরীফুল ইসলাম ৮.৪ ওভার বল একটি মেডেন সহ ৪৩ রান দিয়ে শিকার করেন পাঁচ উইকেট।
শান্ত/রাতদিন