নিউজিল্যান্ডের ‘ক্রাইস্টচার্চ মসজিদে’ হামলা ও মুসল্লীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ।’
শুক্রবার (২২ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল
এসে শের-ই-বাংলা পার্কে একত্রীত হবার পর পার্কের উন্মুক্ত মঞ্চে দাড়িয়ে বক্তারা এই হামলার প্রতিবাদ জানান।
বক্তারা, ক্রাইস্টচার্চ মসজিদের হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং বিশ্বব্যাপী মুসলমানদের উপর অন্যায় ভাবে যে সকল হত্যাকান্ড চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
সমাবেশে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ ও সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত করা হয়।
এসএস/রাতদিন নিউজ