নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ নেয়ার হুমকি আইএসের

ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে আইএসআইএস। একটি অডিও রেকর্ডে র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে , আইএসআইএস -এর প্রধান আবু হাসান আল-মুহাজির একটি ৪৪ মিনিটের একটি অডিও রেকর্ড প্রকাশ করে এ হুমকি দেন । গণমাধ্যমটির মতে, প্রায় ছয় মাস পরে আইএসআইএস তাদের নিরবতা ভেঙ্গে এই হুমকি দিল ।

অডিওতে আইএস প্রধান বলেন, এই দুটি মসজিদে হামলার পর ঘুমন্ত মুসলিমদের জেগে ওঠা এবং খেলাফতের সমর্থক হিসেবে এর প্রতিশোধ নেয়া উচিত।

নিউজিল্যান্ডের মসজিদে হামলার সঙ্গে সিরিয়ার যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, সবাই জানে যে সিরিয়ার বাঘুজে পুড়িয়ে ও বোমা বিস্ফোরণ এবং ব্যাপক মাত্রায় বিধ্বংসী অস্ত্রের সাহায্যে মুসলিমদের মারা হচ্ছে।

প্রসংগত, গত শুক্রবার নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা করে ৫০ জনকে হত্যা করা হয় এবং ৫০ জন আহত হয়েছে । এক অস্ট্রেলীয় নাগরিক এই সন্ত্রাসী কর্মকান্ড করেছেন। তবে নিউজিল্যান্ড পুলিশ হামলার পর ৩৬ মিনিটের অভিযানে তাকে গ্রেপ্তার করে।

এমবি/রাতদিন