বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হলো বাংলাদেশকে। এতে হতাশ পুরো বাংলাদেশ। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হতাশা ঝরেছে টাইগার কোচ স্টিভ রোডসের কন্ঠেও।
এই হতাশার মাঝেও টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সাফল্য পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রোডস।
রোডস বলেন, ‘খুবই হতাশার দিন। এই ধরনের ম্যাচ থেকে দু’টি পয়েন্ট আমাদের টার্গেট ছিল। শ্রীলংকা লড়াই করতো এবং তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কিন্তু এ ম্যাচ থেকে একটি পয়েন্ট হারাতে হলো এবং যা খুবই হতাশার। আবহাওয়া নিয়ে কিছুই করার নেই। আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
পরবর্তী ম্যাচের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন যা করতে পারি, সামনের ম্যাচগুলোকে টার্গেট করা। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা জয়ের চেষ্টা করতে হবে।’
পরবর্তী ম্যাচগুলোর প্রসঙ্গে তিনি আরও জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৭ জুন। তাই ঐ ম্যাচের আগে পাঁচদিন সময় পাচ্ছে বাংলাদেশ দল।
সাকিব আল হাসান সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদি রোডস বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আগে কয়েকটা দিন বিরতি আছে বাংলাদেশের। বিশ্রাম নেয়ার সুযোগ আছে। আমার মনে হয়, এই সময়ের মধ্যেই সাকিব সুস্থ হয়ে উঠবেন এবং টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে।’
এনএইচ/ রাতদিন