পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । রোববার, ২৯ ডিসেম্বর সকালে দেশের সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বর্তমানে জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। ভোর থেকে ঘনকুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা।
তবে আজ সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষেরা।
বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঠিকমত কাজে যেতে না পারায় দৈনন্দিন আয় কমে গেছে রিকশাচালক ও দিনমজুরের।