পঞ্চগড়ে এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা

ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) পঞ্চগড় জেলা কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড় নজরুল পাঠাগারে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুমন জিহাদী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান আকতার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ফারহান ইশতিয়াক।

বক্তারা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি জানান।

পরে মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য শিশুদের অধিকার সুরক্ষাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন কমিটির সদস্যরা।

এবি/রাতদিন