পঞ্চগড়ে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪৪) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার, ৭ ডিসেম্বর রাতে জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা এলাকার হামিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি সাকোয়া বাজার থেকে শালডাঙ্গা যাবার পথে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ অপর ৩ যাত্রী আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন এবং আহত ৩ যাত্রীর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

বোদা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

এনএ/রাতদিন