পঞ্চগড়ে তেজপাতা বাগানে মিলল নারীর মরদেহ
ওই গৃহবধু অভিমান করে বেশি পরিমাণে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের একটি তেজপাতা বাগান থেকে মোমেনা আক্তার ময়না নামের ৪৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ৭ জানুয়ারি সকালের দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান, সোনাচান্দি গ্রামের মজনু মিয়ার স্ত্রী ময়নার মরদেহ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একই গ্রামের রফিকুল ইসলামের তেজপাতা বাগানে পাওয়া যায়।
রোববার, ৬ জানুয়ারি দুপুর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না উল্লেখ করে চেয়ারম্যান আবুল কালাম আরও জানান, এই অবস্থায় সোমবার সকালে তেজপাতা বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাঠায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে। এর আগে রোববার সকালের দিকে স্বামীর সাথে ময়নার ঝগড়া হয়েছিল বলেও জানিয়েছেন বেংহাড়ি বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, ময়নার মনদেহে আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রাথমিকভাবে পরিবার ও পুলিশের ধারণা, ওই গৃহবধু অভিমান করে বেশি পরিমাণে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
এইচএ/০৭.০১.১৯