পঞ্চগড়ে সেই বাসচালক মামুন গ্রেফতার

পঞ্চগড়ের দশমাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণ কেড়ে নেয়া সেই বাস চালক মামুনুর রশিদ মামুনকে (১৯) অবশেষে গ্রেফতার করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চালক মামুন পঞ্চগড় সদর উপজেলার বোদাপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। সে ভাইবোন এন্টারপ্রাইজ নামের বাসটির চালক ছিল।

পুলিশ জানায়, ২০১৮ সালের ২৬ অক্টোবর রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার দশমাইল এলকায় যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক পিলারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন বাসযাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও ২০ জন। ঘটনার দুই দিন পর ২৮ অক্টোবর তেঁতুলিয়া হাইওয়ে থানার এএসআই ফজলুল করিম বাসের চালক মামুনুর রশিদ মামুন (১৯) এবং ট্রাকের চালক রাজিবকে (৩৪) আসামী করে মোটরযান আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন।

ওই ঘটনার পর থেকেই ওই দুই চালক পলাতক ছিলেন। তবে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হকের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল মামুনকে গ্রেফতার করে। মামলার অপর আসামী ট্রাক চালক রাজিব এখনো পলাতক রয়েছে।

এবি/রাতদিন