পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে শামীম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার, ২৮ জানুয়ারি দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এই দন্ডাদেশ দেন।
দন্ডাদেশপ্রাপ্ত শামীম হোসেন জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দক্ষিণ গোয়ালপাড়া এলাকার আমির হোসেন ওরফে কিসমত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ জানুয়ারি শামীম তার স্ত্রী জাহানারাকে মারপিটের এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় জাহানারার ভাই আকবর আলী পঞ্চগড় থানায় জাহানারার স্বামী শামীম হোসেন, শ^শুর আমির হোসেন ও শাশুড়ী আলিমন বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
তবে পরবর্তিতে চার্জশিটে শামীমকে অভিযুক্ত করে এবং অপর দুজনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
এইচএ/২৮.০১.১৯