করোনা মহামারিতে কৃষিপণ্য ও জরুরি মালামাল পরিবহনে পঞ্চগড়-ঢাকা লাইনে বিশেষ ট্রেন চালু হয়েছে। আজ সোমবার, ১৯ এপ্রিল দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই ট্রেন উদ্বোধন করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যা আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই ট্রেনের সাহায্যে জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, শিম, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হবে। প্রথম দিন স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন টন শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচ ঢাকায় পাঠান।
পঞ্চগড় রেল বিভাগ জানায়, এই ট্রেন প্রতি শনিবার, সোমবার এবং বুধবার চলবে। পঞ্চগড় স্টেশন ছাড়বে দুপুর ১ টায় এবং ঢাকা পৌঁছাবে ভোর ৩টায়। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে পার্সেল নিয়ে পঞ্চগড় পৌঁছাবে।
ঢাকা থেকে ট্রেনটি ছাড়ারসময় সকাল ৬টা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ৮টায়।
এবি/রাতদিন