পলাশবাড়ীতে ড্রেন থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজ রিকশাচালক আব্দুল জব্বার মিয়ার লাশ ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহষ্পতিবার নিখোঁজ হন তিনি।

শনিবার, ১৭ আগস্ট বিকালে উপজেলার ঠুটিয়াপাকুর লিচুবাগানের পাশে সেচ ড্রেনে পড়ে থাকা তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জব্বার মিয়া মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের নসিব উদ্দিনের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, জব্বার মিয়া ভাড়ায় রিকশা চালাতেন। গত বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।

শনিবার দুপুরে স্থানীয় লোকজন ঠুটিয়াপাকুর লিচুর বাগানের পাশে জমিতে পানি সরবরাহের ড্রেনে নিখোঁজ জব্বার মিয়ার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাসুদুর রহমান আরও জানান, ছিনতাইকারীরা তাকে হত্যার পর লাশ ড্রেনে ফেলে রেখে রিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জেএম/রাতদিন