পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক মন্ত্রীর মৃত্যু হয়েছে। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। গুলাম মুর্তজা বেলুচ নামের ওই মন্ত্রী প্রদেশটির মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে দেশটির গণমাধ্যম দ্য ডন জানিয়েছে।
গুলাম মুর্তজাকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সাহসী ও পরিশ্রমী সদস্য হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ‘মুর্তজা বেলুচ করোনাভাইরাসের কারণে মারা গেছেন। তিনি পিপিপির একজন সাহসী ও পরিশ্রমী সদস্য ছিলেন।’
তার স্থান অন্যজনকে দিয়ে পূরণ করা কঠিন কাজ হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।
এদিকে করোনাভাইরাস ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে গোটা পাকিস্তানে। এখন পর্যন্ত দেশটিতে ৮০ হাজার ৪৬৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৮ জন।
জেএম/রাতদিন