পাকিস্তানে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

পাকিস্তানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৬৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন, এর ফলে সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।

পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে প্রভাবশালী দৈনিক ডন জানায়, বর্তমানে দেশটিতে করোনায় মোট পাঁচ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৬ হাজার ৩৫১ জন। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৩ হাজার ১৩৪ জন।

দেশটিতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশে। সেখানে এখন পর্যন্ত মোট এক লাখ ২ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯৯১ জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৭৫ জন। এছাড়া রাজধানী ইসলামাবাদে ১৩ হাজার ৯২৭, বেলুচিস্তানে ১১ হাজার ১২৮, গিলগিত বালতিস্তান প্রদেশে ১ হাজার ৬৩০ ও আজাদ কাশ্মীরে ১ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেএম/রাতদিন