পাকিস্তানে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬৫

পাকিস্তানে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর সকালে দেশটির পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরে তেজগাম এক্সপ্রেসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির জেলা পুলিশ কর্মকর্তা আমির তৈমুর খান জানান, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ট্রেনের তিনটি বগি আগুনে পুড়ে গেছে। ৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে ।

জানা গেছে, বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছে, উদ্ধারকৃত মরদেহের বেশিরভাগই তাদের।এতে নারী ও শিশু বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এনএ/রাতদিন