লালমনিরহাটের পাটগ্রামে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুরুজ্জামান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার, ১৮ এপ্রিল দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান ওই ইউনিয়নের চিশতিয়ার পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে চাচাত ভাইকে সঙ্গে নিয়ে নুরুজ্জামান দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় হঠাৎ নদীর পানিতে ডুবে নিখোঁজ হন নুরুজ্জামান। পরে স্থানীয় লোকজন নদীতে প্রায় দুইঘন্টা খোঁজাখুজিঁর পর নুরুজ্জামানের লাশ উদ্ধার করে।
দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল জানান, তিস্তা নদীতে ডুবে নুরুজ্জামানের মৃত্যু হয়েছে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান, নুরুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবি/রাতদিন