লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত আবু সাইদ হোসেনের (২০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কতৃপক্ষ।
নিহতের তিন দিন পর আজ সোমবার, ১৩ জানুয়ারি সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়।
নিহত সাইদ হোসেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের বেনজির আলীর ছেলে ।
গত ১১ জানুয়ারি ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই বাংলাদেশি নিহত হয় বলে বিজিবি ও পুলিশ জানিয়েছে।
এবি/রাতদিন