দিনাজপুরের পার্বতীপুরে কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন এর মাধ্যমে প্রথম ডোজ টিকা দান সফলভাবে সম্পন্নকরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সারাদেশে ‘এক দিনে এক কোটি ’ ভ্যাক্সিন ক্যাম্পেইনের অংশ হিসাবে এই আয়োজন করা হয়।
শনিবার, ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌরসভার সহযোগিতায় উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন সকালে পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে ক্যাম্পেইন কর্মসূচি পরিদর্শন করেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
এ সময় তাঁর সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
সরেজমিনে টিকা দান কেন্দ্রগুলোতে প্রচুর পরিমানে মানুষের ভীড় লক্ষ্য করা যায়।
কর্মসূচী শেষে এ উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এর কন্ঠে হারানো দিনের গান। এ ছাড়াও প্রতিভাময়ী কন্ঠশিল্পী কন্যাকে সাথে নিয়ে গান গেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।