পীরগঞ্জে মানববন্ধন, ইউএনও’র অপসারন দাবী

কুড়িগ্রামের সংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতন ও পীরগঞ্জের ইউএনও টিএমএ মমিনের অনিয়ম-অব্যবস্থাপনাসহ স্থানীয় সাংবাদিক মাজহারুল আলম মিলনকে মামলার হুমকি ও সাংবদিক সেবু মোস্তাফিজসহ বেশ কজন সাংবাদিককে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার, ১৮ মার্চ থানা রোডে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে বেলা ২টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।

প্রেসক্লাব থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পর্যন্ত প্রায় আধা কিমি এলাকায় মানববন্ধনে পীরগঞ্জে কর্মরত সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোকসেদ আলী সরকার, সম্পাদক মাজহারুল আলম মিলন, যুগ্ম সম্পাদক আনজারুল হক, পুরাতন প্রেসক্লাবের সভাপতি নুরন্নবী সর্দার রবু, সাংবাদিক গোলাম কবির বিলু, আলহাজ আব্দুল্লাহীল বাকী বাবলু, সরওয়ার জাহান, বখতিয়ার রহমান, আকতারুজ্জামান রানা, নজরুল ইসলাম, সৈয়দ রায়হান বিপ্লব, দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ পীরগঞ্জের আহ্বায়ক সেবু মোস্তাফিজ, পীরগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি হালিমুজ্জামান বকুল, মফস্বল সাংবাদিক ফোরাম পীরগঞ্জ শাখার সভাপতি আজাদুল ইসলাম, মোস্তফা মিয়া, অমিতাভ বর্মন, সাম্য খেলাঘর আসরের সভাপতি আরমান আলী তালুকদার, উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মন্ডল প্রমূখ।

বক্তারা বলেন, রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ী এবং এটি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী আসন। তাই এখানে একজন দুর্নীতিবাজ এবং সাংবাদিক নির্যাতনকারী ইউএনও’র জনহিতকর কাজের জন্য সরকারের সাফল্য ম্লান হতে বসেছে। যত দ্রুত সম্ভব পীরগঞ্জের ইউএনও টিএমএ মমিনকে অবিলম্বে অপসারন করা হোক। পাশাপাশি কুড়িগ্রামের সাংবাদিক নির্যাতনকারী ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।

এ ছাড়াও দৈনিক মানবজমিনের সম্পাদকসহ সকল সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবী করা হয় এই সমাবেশ থেকে।

জেএম/রাতদিন