রংপুরের পীরগঞ্জে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাঙ্গা মিয়াকে সোমবার, ২২ এপ্রিল উপজেলার মাদারগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের প্রয়াত আ. মান্নান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ১৯৯৬ সালে উপজেলার কাশিমপুর গ্রামের রাঙ্গা মিয়া পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী মর্জিনা বেগমকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী রাঙ্গাকে প্রধান আসামী করে মামলা করা হয়।
পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে ওই আসামীকে অপর একটি ধারায় দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন আদালত।
তবে মামলার রায় ঘোষনার পর থেকে ওই আসামী পলাতক ছিল। এই অবস্থায় সোমবার মাদারগঞ্জ এলাকা থেকে এসআই এমএ ফারুক, এসআই মাইদুল ইসলাম, এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে রাঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
এবি/রাতদিন