বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা সভাপতি, তাজিমুল ইসলাম শামীম সাধারন সম্পাদক এবং সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার, ১১ রভেম্বর দুপুরে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ওই সম্মেলন হয়।
দলীয় সুত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে পীরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাকজমকপুর্ন পরিবেশে ওই সম্মেলন সম্পন্ন হয়।
আজ উপজেলা অডিটরিয়াম হলে সম্মেলনের প্রথম অধিবেশনে আজিজুর রহমান রাঙ্গা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, আ’লীগ নেতা একেএম ছায়াদত হোসেন বকুল, আনোয়ারুল ইসলাম, শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোঃ মন্ডল, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, লতিফা শওকত, রওশনারা ওয়াহেদ রানী প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ সময় সভাপতি পদে এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীম এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০১২ সালে দলটির পীরগঞ্জ শাখার সম্মেলনে প্রয়াত মোতাহারুল হক বাবলু সভাপতি এবং তাজিমুল ইসলাম শামীম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। নবনির্বাচিত সাধারন সম্পাদক শামীম পীরগঞ্জ পৌরসভার ১ম মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।