প্রাথমিক শিক্ষকদের প্যারালাইজড অবস্থা থেকে উত্তরণের জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি ।
শনিবার, ২৯ ফেব্রুয়ারি দুপুরে পিটিআই এর ডিপিএড ২০-২১ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নানান উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের প্রোগাম হাতে নেয়া আছে।
গণিত ও ইংরেজী বিষয়ে শিক্ষার্থীদের মানোন্নয়নে আমরা নানা ধরণের চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পরিবর্তন আসবে।
মন্ত্রী আরো বলেন,দেশকে উন্নত করতে হলে এদেশের মানুষকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআই সুপারেন্ডেন্ট খন্দকার ইকবাল হোসেন।
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ ও মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন