প্রথম পর্বের ইজতেমা শেষ, মোনাজাতে ক্ষমা ও শান্তি কামনা

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত  নাজাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

টঙ্গীর তুরাগ তীরের এ মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। শনিবার, ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৫ মিনিটে মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। প্রায় ১৫ মিনিট ধরে চলে মোনাজাত।

এর আগে সকালে পাকিস্তানি মাওলানা ওবায়দুল্লাহ খোরশেদ উর্দূতে হেদায়েতি বয়ান করেন। তা বাংলায় তরজমা করেছেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশি-বিদেশি কয়েক লাখ মুসল্লি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আল্লাহ’র সন্তুষ্টি লাভের  আকুঁতি জানান তারা। সর্বস্তরের মুসল্লিগণ একসাথে দু’হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

প্রসঙ্গত তুরাগ তীরে একটানা ৪দিনব্যাপী ৫৪তম ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবার। এর মধ্যে শনিবার, ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতসহ প্রথম দু’দিনের ইজতেমা পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারীরা।

পরের দু’দিন সাদ অনুসারীরা ইজতেমা পরিচালনা করবেন। সোমবার, ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৪তম বিশ্ব ইজতেমা।

এইচএ/রাতদিন