প্রাণ গেল আরো ২৪ জনের, শনাক্ত ১০৪৯

দেশে করোনাভাইরাসে প্রাণ হারালো  আরও ২৪ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৫২ জন।  

আজ রোববার, ২৭ ডিসেম্বর গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে  স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  নতুন করে ১ হাজার ৪৯ জন শনাক্ত হয়েছে।  এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা  ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ।

আরআই/রাতদিন