বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইবেন সনু নিগাম

দেখতে দেখতে চলে এলো সে মাহেন্দ্রক্ষণ। ৮ ডিসেম্বর বিকেল থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম মাতবে উৎসব আনন্দে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

গতবার বিপিএলের ‘থিম সং’ গেয়েছিলেন ভারতের নামি সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। এবারের বিপিএলে গাইবেন ভারতের আরেক নামী শিল্পী সনু নিগাম।

তবে সনু নিগাম এবার বিপিএলের ‘থিম সং’ গাইবেন না। ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পী এবারের বিপিএলে গাইবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা গান। আজ (শনিবার) পড়ন্ত বিকেলে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের ভেতরে শেরে বাংলায় আগমন করবেন প্রধানমন্ত্রী। মাঠে এসে তিনি শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ডে অবস্থান নেবেন। উপস্থিত হবার ১০ মিনিটের ভেতর বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর পরই শুরু হবে বর্নালি আতশবাজি। ১০ মিনিট ধরে চলবে রঙের খেলা। এরপর সন্ধ্যা পৌনে ৮ টায় মঞ্চে আসবেন সনু নিগাম। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান দিয়েই পরিবেশনা শুরু করবেন তিনি।

এনএ/রাতদিন