আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিজেদের রাজধানী আঙ্কারায় নির্মাণ করবে তুরস্ক। সেই সাথে তুরস্কের নেতা মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে নির্মাণ করবে দেশটি।

আজ  বুধবার, ২ নভেম্বর সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা জানান।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের জাতির জনক আর কামাল আতাতুর্ক হচ্ছেন আধুনিক তুরস্কের জাতির জনক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি  এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো। শিগগিরই এই কাজ শুরু করা হবে’।

মুজিব বর্ষের সমাপনীতে অংশ গ্রহণের আশবাদ ব্যক্ত করে বলেন ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে’।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক। কালচারাল ক্ষেত্রেও আমাদের অনেক মিল রয়েছে। আজকের সৌজন্য স্বাক্ষাতে আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা করেছি’।

আরআই/রাতদিন