সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে বেলুচিস্তানকে। ভারত থেকে কাশ্মীরের মুক্তি হওয়া অনেকটাই দূরাশায় পরিণত হচ্ছে। তারা শত চেষ্টা করেও তাদের স্বাধীনতা লাভ করতে পারছে না। তারা পারছে না কারণ তাদের দেশে বঙ্গবন্ধুর মতো নেতা জন্ম হয়নি। আমরা ধন্য বঙ্গবন্ধু আমাদের দেশে জন্মেছিলেন। তিনি এই বাংলায় জন্মেছিলেন বলেই বাংলা আজ স্বাধীন।
রোববার, ১৭ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে সমাজসেবা অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মাসুদ আহমেদ।
এর আগে মন্ত্রীর নেতৃত্বে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে তিনি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন। তথ্য বিবরণী।
এইচএ/রাতদিন