রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট। এখন পর্যন্ত ১৯টি ইউনিট যোগ দিয়েছে। এদিকে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৮ বা ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।
এই বহুতল ভবনে বহু মানুষ আটকা পড়েছে। আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফ দিচ্ছেন অনেকে। অনেকে রশি বেয়ে নামার চেষ্টা করছেন। এদিকে রশি বেয়ে নামতে গিয়ে একজন পড়েগেছেন।
প্রত্যক্ষদর্শীদের ধারন করা আগুন লাগার একটি ভিডিওতে দেখা গেছে, ভবন থেকে একটি রশি বেয়ে নামার চেষ্টা করছেন আটকে থাকারা। এসময় একজন রশি দিয়ে নামতে গিয়ে পড়ে যান।
তবে শেষ পর্যন্ত তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা জানা যায়নি।
এছাড়া স্থানীয়রা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনজনকে লাফ দিতে দেখেন তারা।
এখন পর্যন্ত ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সাথে কাজ করছেন নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।