করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার, ১৮ মার্চ বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে তিনি জানান, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যা ভুগছিলেন। তিনি গত কয়েকদিন হাসপাতালের আইসিইউতে ছিলেন।
করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি যুক্তরাষ্ট্রফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন বলেও আইইডিসিআর-এর পরিচালক জানান।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাসে নতুন করে আরো চার ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
তিনি বলেন, আইসোলেশনে ১৬ ব্যক্তিকে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪২ ব্যক্তিকে।