বাবাকে খাবার দেয়ার আগেই সাদিয়ার প্রাণ নিল ট্রাক

খাবার নিয়ে বাবার কাছে ফেরা হল না পঞ্চগড়ের শালবাহান এলাকার স্কুলছাত্রী সাদিয়া পারভীনের (১৪)। পথেই ট্রাকচাপায় মারা গেল সে।

আজ শুক্রবার, ৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে শালবাহান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া পারভীন শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে জুগিগজ গ্রামের ইসরাইলের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাদিয়া তার বাবার জন্য শালবাহান বাজার থেকে খাবার কিনে জুগিগজ গ্রামের বাড়িতে যাচ্ছিল। অপরদিকে শালবাহান বাজারের কাছে একটি ট্রাক মালবোঝাই করে পঞ্চগড়ের দিকে আসছিল।

এ সময় ট্রাকটি সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাদিয়ার মৃত্যুর প্রতিবাদে স্থানীয় লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ট্রাকের চালককে আটক করে।

তেঁতুলিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন।

এবি/রাতদিন