বাল্যবিয়ে পন্ড, বরের কারাদন্ড

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের (সুভা) তৎপরতায় একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত বরকে শনিবার, ১৬ মার্চ নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এছাড়াও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে না দেওয়ার জন্য সর্তক করা হয়েছে কনের পরিবারকে।

শুক্রবার, ১৫ মার্চ রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

জানা গেছে, দিনমজুর রফিকের মেয়ে সীমা আকতারের (১৭) সঙ্গে একই উপজেলার বাঙ্গালীপুর ইউপির লক্ষণপুর সুলেমানপাড়ার মো. জহির উদ্দিনের ছেলে আকরামের (২০) বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার। রাতে নির্ধারিত সময়ের মধ্যে বরযাত্রীও চলে আসে কনের বাড়িতে।

তবে খবরটি চলে যায় স্বেচ্ছাসেবী সংগঠন সুভার কাছে। পরে এর সদস্যরা বিষয়টি জানান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারকে।

পরে বর আকরামকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এরপর আদালত আকরামকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

এবি/রাতদিন