নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী। বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ও নানাকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তদের রবিবার, ১৬ জুন নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার, ১৫জুন রাতে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ফারুক ও নানা আমির আলীকে কারাদন্ড প্রদান করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
জানা গেছে, সৈয়দপুরের বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই বিয়ের বাড়িতে উপস্থিত হন। এসময় বর ও কনে পক্ষের লোকজন বিয়ে বাড়ি থেকে দ্রুত সটকে পড়েন। পরে পাশের একটি বাড়িতে থেকে কনের বাবা ও নানাকে আটক করা হয়। এরপর রাতেই তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচএম/ রাত দিন