তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য আরও সাড়ে চার বছর অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সংবিধান অনুযায়ী হয়েছে, সাড়ে চার বছর পর সংবিধান অনুযায়ীই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার, ২৯ মে রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বলে এক খবরে জানিয়েছে যুগান্তর অনলাইন।
বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে গত দুটি নির্বাচনে জনগণ থেকে তারা দূরে সরে গেছে। আপনাদের অনুরোধ জানাবো, সাড়ে ৪ বছর ধরে আপনাদের দলকে সংগঠিত করুন।
তিনি বলেন, অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে উন্নয়ন-অগ্রগতির স্বার্থে রাজনীতি করুন। আপনারা অবশ্যই সংসদে ও রাজপথে সরকারের সমালোচনা করবেন।
এবি/রাতদিন