বিচারকের শেষ বিচারে আইনজীবী হত্যার রায়


‘আগামীকাল(বুধবার) বিজ্ঞ বিচারক এবিএম নিজামুল হক অবসরে যাবেন। আজ মঙ্গলবারই ছিল তাঁর শেষ বিচারকাজ’

রংপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক এবিএম নিজামুল হকের আজই ছিল শেষ বিচারকাজ।

বুধবার, ৩০ জানুয়ারি থেকে তিনি অবসরে যাচ্ছেন।

তাঁর দীর্ঘ কর্মময় জীবনের শেষ দিনে এসে বহুল আলোচিত রংপুর বিশেষ জজ আদালতের পিপি আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনা হত্যা মামলার রায় দিলেন।

বিচারকের শেষ রায়ে আসামী বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ওরফে দীপা সরকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ প্রদান করা হয়।

জেলা জজ আদালতের পিপি প্রবীণ আইনজীবী আব্দুল মালেক মঙ্গলবার,২৯ জানুয়ারি রাতদিন.নিউজকে বলেন, ‘আগামীকাল(বুধবার) বিজ্ঞ বিচারক এবিএম নিজামুল হক অবসরে যাবেন। আজ মঙ্গলবারই ছিল তাঁর শেষ বিচারকাজ’।

‘অবসরে যাওয়ার পূর্ব মুহুর্তে তিনি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যাকান্ডের সুক্ষ্ম বিচার কাজ সম্পন্ন করে গেলেন এবং এটা একজন বিচারকের জন্য  ও আইনপেশার সাথে জড়িতদের মধ্যে স্মৃতিবহুল হয়ে থাকবে’ যোগ করে বলেন পিপি আব্দুল মালেক

এমএইচ/২৯.০১.১৯