রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। অন্যদিকে চলতি মাসে বিভাগজুড়ে ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার, ৩১ আগস্ট দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত ও সুস্থতা। এর আগে গতকাল রোববার বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ৮৭ জন করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে সুস্থ হয়েছেন ১০১ জন। এ নিয়ে গেল ৩১ দিনে বিভাগে করোনায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে রংপুরের তিনজন, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার একজন করে রয়েছেন।
এ সময় ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ৩৫ জন, রংপুরের ১৭, ঠাকুরগাঁওয়ের ১১, কুড়িগ্রামের ৭, পঞ্চগড়ের ৬, নীলফামারীর ৫, গাইবান্ধার ৪, লালমনিরহাট জেলার দুইজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ০৫ শতাংশ বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
জেএম/রাতদিন