বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কমছে। তবে আক্রান্তের সংখ্যা এখনো উর্ধ্বমুখী। গেল ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো লক্ষাধিক মানুষের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার, ২ জুন পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সারাবিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।
এতে আক্রান্তদের ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনো চিকিৎসাধীন ৩০ লাখ ৮৫ হাজার ১৫১ জন, যাদের ৫৩ হাজার ৪০৩ জনের অবস্থা গুরুতর।
- শীর্ষে যুক্তরাষ্ট্র: আক্রান্ত ও মৃতের হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশটিতে এখন মোট আক্রান্ত ১৮ লাখ ৫৯ হাজার ৩২৩ জন। আর ১ লাখ ৬ হাজার ৯২৫ জন ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে যে ১১ লাখ ৩৬ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে ১৬ হাজার ৯৪৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
- দ্বিতীয়: আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃত্যুর দিক থেকে বিশ্বে এখন চতুর্থ অবস্থানে রয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম এ দেশটিতে মোট ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৪৬ জন। গুরুতর অবস্থায় আছেন ৮ হাজার ৩১৮ জন।
- তৃতীয়: ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন করোনারোগী নিয়ে আক্রান্তের হিসেবে তৃতীয় অবস্থানেই রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৮৫৫ জন এতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৩০০ জন।
- চতুর্থ: আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে আছে স্পেন। দেশটিতে মোট ২ লাখ ৮৬ হাজার ৭১৮ জন কোভিড-১৯ আক্রান্তের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৭ হাজার ১২৭ জন। বর্তমানে দেশটিতে ৬১৭ জন করোনারোগীর অবস্থা গুরুতর।
- পঞ্চম: আক্রান্তের হিসেবে পঞ্চম অবস্থানে থাকলেও যুক্তরাজ্য মৃতের হিসেবে আছে দ্বিতীয় অবস্থানে। দেশটিতে মোট করোনায় আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ৩৩২ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯ হাজার ৪৫ জন ও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৫৯ জন।
- ষষ্ঠ: আক্রান্তের হিসেবে দেশটি এখনো ষষ্ঠ অবস্থানে ও মৃতের হিসেবে আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে মোট ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন আক্রান্ত রোগীর মধ্যে ৩৩ হাজার ৪৭৫ জন ইতোমধ্যে মারা গেছেন।
- সপ্তম: আক্রান্তের হিসেবে শীর্ষ সাতে উঠে এসেছে ভারত। দেশটিতে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের। গুরুতর অবস্থা ৮ হাজার ৯৪৪ জনের।
- অষ্টম: আক্রান্তের হিসেবে আট নম্বরে থাকা ফ্রান্স মৃতের হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে। সেখানে মোট ১ লাখ ৮৯ হাজার ২২০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২৮ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। আর ১ হাজার ৩০২ জনের অবস্থা গুরুতর।
- নবম: আক্রান্তের দিক থেকে নয় নম্বরে রয়েছে জার্মানী। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৮ হাজার ৬১৮ জন।
- দশম: শীর্ষ দশে থাকা পেরুতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৩৯ জন। দেশটিতে শারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।
আর ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত নিয়ে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২১ নম্বরে। দেশে মৃতের সংখ্যা ৬৭২। চিকিৎসাধীণ রয়েছেন ৩৮ হাজার ২৬৫ জন।
জেএম/রাতদিন