বিয়ে রেজিস্ট্রি মাত্র শেষ হয়েছে। রেজিস্ট্রি শেষে ঘর থেকে বের হচ্ছিল বর-বধু। এসময় দরজায় সামান্য ধাক্কা খান নববধূ।
এ কারণে তার স্বামী তাকে ভৎসনা করে ‘নির্বোধ ( স্টুপিড )’ বলেন। এতেই সংক্ষুব্ধ বধূ তাৎক্ষনিক সিদ্ধান্ত নেন, আবেদন করেন বিয়ে বাতিলের। ওই নারীর আবেদন গ্রহণ করে কতৃপক্ষ।
এ ঘটনা মধ্যপ্রাচ্যের কুয়েতের। সেখানেই এক নববধু বিয়ের মাত্র তিন মিনিটের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন।
সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডিল ইস্ট মনিটর বলছে, এটি কুয়েতের ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এ সিদ্ধান্ত সঠিক হয়েছে। যে বর বিয়ের পরপরই এমন আচরণ করতে পারে তার সঙ্গে না থেকে বিয়ে ভেঙে দেওয়াই ভালো।
এমএইচ/০৯.০২.১৯