বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রংপুর জেলা প্রশাসন। আজ শুক্রবার, ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক আসিব আহসান এ তদন্ত কমিটি গঠন করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা জনাব সদরুল আলম দুলুকে সদস্য করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রকৃত ঘটনা অনুসন্ধানপূর্বক জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর জাতীয় পতাকায় সবুজের ভেতরে লাল বৃত্তের পরিবর্তে চারকোণা লাল আকৃতি দিয়ে বিকৃত করা হয়। এ ছাড়া পায়ের নিচে লাগিয়ে ছবি তুলে তা প্রকাশ করা হয়।
এবি/রাতদিন