বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রতিদিন চারটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর ‘অ’ ইউনিট, ১১ নভেম্বর ‘ই’ ইউনিট, ১২ নভেম্বর ‘ঈ’ ও ‘ঋ’ ইউনিট এবং ১৩ নভেম্বর ‘উ’ ও ‘ঊ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১ থেকে দুপুর ১২টা, ৩য় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং ৪র্থ শিফট বিকেলে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
তবে ভর্তি পরীক্ষা চলাকালীন আবাসিক হলে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করতে পারবেন। ক্যাম্পাসের শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরি এবং আবাসিক হলসমূহে ভর্তি পরীক্ষার্থী ও কোনো অতিথি অবস্থান করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) এর মাধ্যমে ভর্তি পরীক্ষার রুটিন, প্রবেশপত্রসহ যাবতীয় তথ্য জানা যাবে।
এনএইচ/রাতদিন