ভারতের আকাশে টাকা উড়ে!

কা! দৈনন্দিন কাজে যার প্রয়োজনীয়তা অপরিসীম। যা পেতে কাজ করে যাচ্ছে মানুষ। কিন্তু কখনও কী শুনেছেন আকাশে টাকা উড়ে?

হ্যাঁ আকাশে টাকা উড়ার এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। বুধবার (২০ নভেম্বর) কলকাতার ধর্মতলার বেন্টিক স্ট্রিটে এ ঘটনাটি ঘটে।

ধর্মতলার বেন্টিক স্ট্রিটের ২৭ নং লেনের একটি ২৭ তলা বিশিষ্ট বহুতল ভবন থেকে ফেলা হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। প্রথমে শুধু টাকা ফেললেও পরে ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলা হয় ওই ভবন থেকে। আর এভাবে আকাশ থেকে টাকা উড়তে দেখে চমকে যান রাস্তায় চলাচলকারী মানুষজন। দাঁড়িয়ে যান বহু মানুষ। অবাক ভাবে আকাশ থেকে টাকা পড়তে দেখতে থাকেন। তবে শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে উড়ে আসা টাকা কুড়াতে হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

আর এই টাকার উড়ার দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এক পথচারী। যা রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে ইচ্ছে করে এ টাকা উড়িয়ে দেয়নি টাকার মালিক। ভবনে অবস্থিত একটি অফিসে রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (ডিআরআই) অধিদপ্তরের অভিযানের সময় টাকাগুলো রাস্তায় ফেলে দেওয়া হয়। তবে কোন অফিস থেকে টাকাগুলো উড়ানো হয় তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলে ভবন থেকে টাকা পড়ার দৃশ্য দেখা যায়।

এনএ/রাতদিন