ভারতে আটকে পড়া বাংলাদেশিদের পাঠানো হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া বাংলাদেশিরা পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন । দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। আজ সোমবার, ৬ এপ্রিল সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর এ তথ্য জানান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

তবে কত জন বাংলাদেশি, কবে নাগাদ ফিরবেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইমিগ্রেশন সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় অনেক বাংলাদেশি নাগরিক চিকিৎসাসহ নানা কারণে ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়েন। সরকারের নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় তাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশি নাগরিকরা দেশে ফেরার পর কোয়ারেন্টিনে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসাসহ সব ধরনের সুবিধা দেওয়া হবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে’

এবি/রাতদিন