ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে। রোববার, ১২ মে সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, হরিয়ানা এবং দিল্লি এই ৯ রাজ্যে এ দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোট ৫৯টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ৮টি, উত্তর প্রদেশে ১৪টি, বিহারে ৮টি, মধ্যপ্রদেশে ৮টি, ঝাড়খন্ডে ৪টি, হরিয়ানায় ১০টি ও দিল্লিতে ৭টি আসন রয়েছে।
পশ্চিমবঙ্গের আসনগুলো হচ্ছে- বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া ও তমলুক।
ষষ্ঠ দফার ভোটে সাতটি রাজ্যের ৫৯টি আসনে মোট প্রার্থী ৯৭৯ জন। আর ভোটারের সংখ্যা প্রায় দশ কোটি বলে জানিয়েছে নির্বাচন নির্বাচন কর্তৃপক্ষ।
এবার ভারতের লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।
জেএম/রাতদিন