ভারতে ৩৩৩৮ করোনা রোগী লাপাত্তা!

ভারতের বেঙ্গালুরুতে নিখোঁজ ৩ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী। তাদের এখনও কোনও খোঁজ মেলেনি। যেসব রোগীর খোঁজ মিলছে না, তাদের কেউ ভুল মোবাইল নম্বর দিয়েছে, কেউ বা নমুনা পরীক্ষার সময় ভুল ঠিকানা দিয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে হৈ চৈ পড়ে গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিবিএমপি-র কমিশনার এন মঞ্জুনাথ বলেছেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৩৩৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের প্রত্যেকের করোনা রিপোর্টই পজিটিভ এসেছে। তাদের খুঁজে পেতে আমরা চেষ্টা চালাচ্ছি।’ উল্লেখ্য, গত ২৪ ঘণ্টাতে ৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুধু কর্নাটকেই। সে রাজ্যের মোট আক্রান্তের ছুঁতে চলেছে এক লাখের কোঠা। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৯৬ জন।

প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত করোনা আক্রান্তের খোঁজ মিলছে না, তাদের কেউ ভুল মোবাইল নম্বর দিয়েছে, কেউ বা নমুনা পরীক্ষার সময় ভুল ঠিকানা দিয়েছে। রিপোর্টের ফল পজিটিভ আসার পর থেকেই বেপাত্তা ওই রোগীরা। আর এই পরিস্থিতিতে আশঙ্কা আরও বাড়িয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু বেঙ্গালুরুতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন।

পরিস্থিতি দেখে নতুন নিয়ম চালু হচ্ছে বেঙ্গালুরুতে। এবার থেকে কারও সোয়াব স্যাম্পেল নেওয়ার আগে সরকার প্রথমে তাদের পরিচয়পত্র দেখবে। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের মোবাইল নম্বরও ভেরিফাই করা হবে।

এবি/রাতদিন