ভারত সফরে টি-টোয়েন্টি দলে তামিমের খেলা হচ্ছে না। যদিও এই সিরিজে তার নাম রাখা হয়েছিল। কিন্তু নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। তবে এর কারণ পারিবারিক বলে জানিয়েছেন তিনি।
পারিবারিক কারণ দেখিয়ে ইত্যিমধ্যে অনুরোধ জানিয়ে দরখাস্ত দিয়েছিলেন বিসিবিকে। তামিমের প্রতি সম্মান জানিয়ে বিসিবি দরখাস্ত মঞ্জুর করেছে। তবে তামিমের জায়গায় যাচ্ছেন ইমরুল কায়েস।
তামিম ইকবাল বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে সিরিজ খেলতে যান। সেই সিরিজে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে থাকায় তামিম দলের অধিনায়ক ছিলেন। তিন ম্যাচের সেই সিরিজে বাংলাদেশ ৩-০ তে হারে। তামিম তিন ম্যাচে সবমিলিয়ে রান করেন মাত্র ২১। ব্যর্থ সেই সিরিজ থেকে ফেরার পর তামিম কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। আর তাই দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও তিনজাতি টি-টোয়েন্টি সিরিজে খেলেননি।
ঘরোয়া ক্রিকেটে জাতীয় লিগ দিয়ে তিনি মাঠে ফেরেন। তবে জাতীয় লিগের প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে খেলেননি চোটের কারণে। আর এবার পুরো ভারত সফর মিস করছেন তিনি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে।