মাছ ধরে রেললাইনে বিশ্রাম, ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ নিহত ৩

রাতে মাছ ধরে ক্লান্ত হয়ে রেললাইনে শুয়ে বিশ্রাম নেয়ার সময় ঘুমিয়ে পড়েছিলেন দুই ভাইসহ তিনজন। এ সময় ট্রেন এসে পড়লে কাটা পাড়েন তিনজনই। ঘটনাস্থলেই মারা যান তারা।

আজ রোববার, ১৮ অক্টোবর ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্পদশাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সল্পদশাল গ্রামে মৃত আ. হেকিমের দুই ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তিনজন রাতে রেললাইনের পাশে মাছ ধরছিলেন। সারা রাত মাছ ধরে কোনো এক সময় ক্লান্ত হয়ে গেলে রেললাইনে শুয়ে বিশ্রাম করতে থাকেন। একসময় তারা ঘুমিয়ে পড়েন।  

ভোরে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তনগর হাওর এক্সপ্রেসে নিচে ঘুমন্ত অবস্থায় কাটা পড়ে মারা যান তারা।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ নিয়ে গেছে।

এবি/রাতদিন