মার্চ জুড়ে হতে পারে কালবৈশাখী, বন্যা, তাপদাহ

চলতি মাসের শুরুতেই দেশের বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। মাসের শেষদিকে বয়ে যেতে পারে মার্চ মাসে দেশের ‍উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যভাগে ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে। মাঝারি তাপপ্রবাহ। সেসময় তাপমাত্রা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রী পর্যন্ত হতে পারে। এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মার্চ মাসে দেশের ‍উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যভাগে ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।

পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় ৩ থেকে ৪ দিন শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।

ওই সময় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি ধরনের (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপদাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া অধিদপ্তর সুত্রের খবর, মার্চ মাসে দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণ হতে পারে, আর তাতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা।  

আজ সোমবার, ৪ মার্চ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

আরআই/রাতদিন