নতুন এক মাইলফলক স্পর্শ করলেন জিয়ানলুইজি বুফন। ছুঁয়ে ফেললেন পাওলো মালদিনির সর্বকালের সর্বাধিক সেরি এ ম্যাচ খেলার রেকর্ড। বুফনের রেকর্ড ছোঁয়ার ম্যাচে সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান লিগে ফের শীর্ষে উঠে গেল জুভেন্টাস।
৪১ বছরের বুফন ইতালির শীর্ষ লিগে এসি মিলানের সাবেক সুপারস্টার মালদিনির সমান ৬৪৭টি ম্যাচ খেললেন বুধবার (১৮ ডিসেম্বর) রাতে। রোববার (২২ ডিসেম্বর) লাৎসির বিপক্ষে মাঠে নামলেই ইতালিয়ান কিংবদন্তি মালদিনিকে ছাড়িয়ে যাবেন বুফন।
ইতালির আরেক কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোকে (৪৭৮ ম্যাচ) টপকে সেরি এ তে জুভেন্টাসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বুফন (৪৭৯ ম্যাচ)।
ম্যাচে পাওলো দিবালা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইন্টার মিলান (৩৯ পয়েন্ট) থেকে পরিষ্কার তিন পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন জুভ শিবির (৪২ পয়েন্ট)।
১৯তম মিনিটে ভলি থেকে অতিথি জুভেন্টাসকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা দিবালা। ৩৫তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান জিয়ানলুকা ক্যাপরারি। দশ মিনিট বাদে হেড দিয়ে গোল করে প্রিয় দলকে জয় উপহার দেন পর্তুগিজ মহাতারকা সিআর সেভেন।
অন্য দিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে জিতেছে ফ্রেইবুর্গের বিপক্ষে। কিন্তু ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই পড়ে আছে বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা।
এনএ/রাতদিন