`বাংলাশিয়া’ মান্দারিন ভাষার মালয়েশিয়ান একটি চলচিত্র । মালয়েশিয়ায় ছবিটি সফলতার সাথে চলছে। আর এই ছবিতে অভিনয় করেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিরব ।
নিরবের বিপরীতে অভিনয় করছেন সিঙ্গাপুরের মডেল ও অভিনেত্রী আতিকা সোহাইমি। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক নেমউই।
ছবিটি এই এ পর্যন্ত আয় করেছে এক মিলিয়ন রিঙ্গিত। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা ।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ছবিটি মোট ১১৬টি সিনেমাহলে মুক্তি পেয়ে প্রথম দিনেই আয় করেছে ৪৪ লাখ টাকা।
নিরব দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন ‘বাংলাশিয়া ছবিটি অনেক ভাল চলছে। ভেবেছিলাম শুধু প্রথম দিকে ভাল করবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’
জানা গেছে, ছবিটিকে মালয়েশিয়ার মানুষ অনেক আপন করে নিয়েছে। প্রবাসি বাংলাদেশীরাও ছবিটি দেখে বিনোদিত হচ্ছে।
প্রথম দিকে ছবির নাম রাখা হয়েছিল ‘মাংগালা কাউবয়’। তবে পরবর্তীতে নাম রাখা হয় ‘বাংলাশীয়া’।
এনএম/রাতদিন